Uramium Nitricum
ইউরেনিয়াম নাইট্রিকাম (ডায়াবেটিস) NL-40
রোগ লক্ষল : ডায়াবেটিস, ডায়াবেটিস মেলিটাস ও ইনসিপিডাস।
বিশেষ রোগ লক্ষণ : এ ঔষধটি ডায়াবেটিসে কার্যকর। NL-40 ডায়াবেটিস এর গৌণ লক্ষণগুলি হ্রাস করে। যেমন - বিষন্নতা, উৎকণ্ঠা, অসার অনুভূতি ক্ষুধামন্দা, তৃষ্ণা, চুলকানি, শোথ ইত্যাদি ডায়াবেটিস জনিত লক্ষণে কার্যকর। প্রস্রাবের সাথে গ্লুকোজ (Glycosuria) এবং বর্ধিত প্রচুর প্রস্রাবে এ কার্যকর। 
উপাদান : ইউরেনিয়াম নাইট্রিকাম (Uramium Nitricum), Acidum Phosphoricum, Arsenicum Album, Lycopodium, Natrium Sulphuricum, Phaseolun Nanus, Secale Cruntum  এবং অন্যান্য সহায়ক উপদান হোমওপ্যাথিক ঔষধ।
সেবন বিধি : ১০ তেকে ১৫ ফোঁটা দিনে ৩ থেকে ৪ বার একঢোক পরিমান পানিসহ অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের নির্দেশনা অনুযাায়ী সেবন করতে হবে।
দীর্ঘস্থায়ী নিরাময় এর জন্য, সাধারণত ১০ থেকে ১৫ ফোঁটা ঔষধ ভাল হওয়ার পরেও একঢোক পরিমান পানিতে মিশিয়ে প্রতিদিন ৩ বার খাবারের আগে সেবন করতে হবে। কিছুটা উন্নতি হলে পওর ডোজ কমিয়ে প্রতিদিনে দুইবার সেবন করতে হবে।
পার্শ্ব প্রতিক্রিয়া : এই ঔষধে কোন পার্শ্ব প্রতিক্রিয়া  পরিলক্ষিত হয় নাই। ঔষধ সেবন করার পর যে কোন বিরুপ প্রতিক্রিয়া হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
সাবধানতা : শিশুদের নাগালের বাইরে রাখুন। অতিরিক্ত ডোজ পরিহান করুন। শুধুমাত্র রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরাম
র্শে সেবন করুন। গর্ভাবস্থায় শুধুমাত্র রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে সেবন করুন।
র্শে সেবন করুন। গর্ভাবস্থায় শুধুমাত্র রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে সেবন করুন।
চিকিৎসা সার্থে যোগাযোগ করুন-
আরোগ্য হোমিও হল
প্রতিষ্ঠাতা : মৃত : ডা: আজিজুর রহমান
ডা: মো: হাফিজুর রহমান (পান্না)
বিএসএস, ডিএইচ এমএস (ঢাকা)
ডা: মোসা: অজিফা রহমান (ঝর্না)
ডিএইচ এমএস (ঢাকা)
রেজি নং- ১৬৯৪২
স্থাপিত -১৯৬২
মথুর ডাঙ্গা, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী।
মোবাইল - ০১৭১৮১৬৮৯৫৪
arh091083@gmail.com
hafizurrahman2061980@gmail.com
 by
 by 

 
.png) 
0 coment rios: