Berberis Vulgaris
বার্বরিস ভালগরিস
কিডনি পাথর ড্রপ  NL -27
রোগ লক্ষণ : কিডনি পাথর অঞ্চল তীব্র ব্যাথা, পিঠের নিচের অংশে ব্যথা, খোঁচানো ব্যথা। প্রস্রাব লালচে এবং অ্যালবিউমিযুক্ত, সাথে এপিথেলিয়াল কোষ এবং নির্দিষ্ট আকরহীন বর্জ্য পাদার্থ নির্গত হয়। প্রসাবেরর সাথে অক্সালিক অ্যাসিড, নুড়ি (পাথরের ছোট টুকরো-gravel) নির্গত হয়।
বিষেশ রোগ লক্ষণ : কিডনি অঞ্চলে তীব্র ব্যথা, চাপে বাড়ে। কিডনি থেকে ক্রিকাস্থি (Sacrum) অঞ্চলে ব্যথা ছড়িয়ে পড়ে, রোগী নড়াচড়া করতে পারে না, ব্যথা হ্রাস করার জন্য ডান দিকে ঝুঁকিতে থাকে। লালচে এবং অ্যালবিউমিযুক্ত প্রস্রাব।
উপাদান : বার্বরিস ভালগরিস (Berberis Vulgaris), Acid Nituicum, Lycopodium, Rubia Tinctor, Sarsaparila  এবং অন্যান্য সহায় উপাদান। হোমিওপ্যাথিখ ঔষধ।
সেবন বিধি : সাধরণত ১০ থেকে ১৫ ফোঁটা ঔষধ একঢোক পরিমান মতো পানিতে মিশিয়ে খাবারের আগে প্রতিদিন ৩ বার সেবন করতে হবে। ১ সপ্তাহ চিকিৎসার পর ৫ থেকে ১৮ ফোঁটা ঔষধ প্রতিদিন ২ থেকে ৩ বার খাবারের আগে আরোগ্য না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে হবে। এবং আরোগ্যেও পরেও কিছুদিন ঔষধ সেবন করতে হবে।
পার্শ্ব প্রতিক্রিয়া : এই ঔষধে কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই। ঔষধ সেবন করার পর যে কোন বিরুপ প্রতিক্রিয়া চিকিৎসকের পরামর্শ নিন।
সাবধানতা : শিশুদেও নাগালের বাইরে রাখুন। অতিরিক্ত ডোজ পরিহার করুণ। শুধুমাত্র রেজিষ্টার্ড চিকিৎকের পরামর্শে সেব্য। গর্ভাবস্থায় শুধু রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে সব্য। ঔষধ পানিতে মিশিয়ে ঝাঁকি দিয়ে সেবন করুণ।
চিকিৎসা সার্থে যোগাযোগ করুন-
আরোগ্য হোমিও হল
প্রতিষ্ঠাতা : মৃত : ডা: আজিজুর রহমান
ডা: মো: হাফিজুর রহমান (পান্না)
বিএসএস, ডিএইচ এমএস (ঢাকা)
ডা: মোসা: অজিফা রহমান (ঝর্না)
ডিএইচ এমএস (ঢাকা)
রেজি নং- ১৬৯৪২
স্থাপিত -১৯৬২
মথুর ডাঙ্গা, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী।
মোবাইল - ০১৭১৮১৬৮৯৫৪
arh091083@gmail.com
hafizurrahman2061980@gmail.com
 by
 by 

 
.png) 
0 coment rios: