Bio Life 3
বায়োলাইফ ৩
শুল বেদনা
রোগ লক্ষণ : যে কোন প্রকার স্নায়বিক বা আপেক্ষিক বেদনায় ম্যাগফস দরকার। শিশুদের পেটব্যাথা/শূল, যাতে তারা পা উপরের দিকে তোলে বিশেষত দাঁত উঠার সময়, অন্ত্রের বাধা থেকে সৃষ্টি শিশু ও বয়স্কদের শূল, গ্যাসের সঙ্গে পেটফাঁপা ও কোষ্টকাঠিন্যেও জন্য অন্ত্রের বাধা, পেটের খিচুনি, খিচুনিযুক্ত ব্যাথায় রোগী গড়িয়ে পড়ে।
সেবন বিধি : বয়স্কব্যক্তি ৪টি বড়ি ও শিশু ২টি বড়ি একসেঙ্গে দৈনিক চারবার অথবা হোমিপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে।
সংরক্ষণ : সুগন্ধ-দুগন্ধ আলো-বাতাস থেকে দূরে , শীতল-শুস্কস্থানে ও শিশুদের নাগালের বাইরে রাখুন।
আরোগ্য হোমিও হল
প্রতিষ্ঠাতা : মৃত : ডা: আজিজুর রহমান
ডা: মো: হাফিজুর রহমান (পান্না)
বি.এস.এস/ ডি.এইচ. এম.এস (ঢাকা)
ডা: মোসা: অজিফা রহমান (ঝর্না)
ডিএইচ এমএস (ঢাকা)
রেজি নং- ১৬৯৪২
স্থাপিত -১৯৬২ ইং
মথুর ডাঙ্গা, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী।
মোবাইল - ০১৭১৮১৬৮৯৫৪
arh091083@gmail.com
0 coment rios: