NL-85
Allium Sativum
এলিম স্যাটাইভাম
উচ্চ রক্তচাপ ড্রপ
রোগ লক্ষণ : উচ্চ রক্তচাপ : সিস্টলিক রক্তচাপ ১৪০ মিলি পারদ চাপ এর বেশি বা ডায়াস্টলিক রক্তচাপ ৯০ মিলি পারদ চাপ এরও বেশি (Hypertension)|।
বিশেষ রোগ লক্ষণ : রক্তচাপ কমায়। উচ্চ রক্তপাপের সাথে উচ্চ কোলেস্টলে কার্যকর। বুকের ব্যথায় ঘুম বাধাগ্রাস্থ হয় এবং বুক ধড়ফড় করে। রক্তনালী সস্প্রসারণের মাধ্যমে উচ্চ রক্তচাপ কমায়।
উপাদান : এলিম স্যাটাইভাম (Alium Sativum), Citrus Medica Limonum, Cor, Kalium Iodatum, Kalium Phosphoricum, Mesencephalon, Ren, Tartarus Depuratus, Valericna এবং অন্যান্য উপদান। হোমিওপ্যাথিক ঔষধ।
সেবন বিধি : সাধারণত ১০ ফোঁটা ঔষধ কিছু পরিমান পানিতে (কিডনি যতটুকু নিয়ন্ত্রণ করতে পারে। মিশিয়ে প্রতিদিন ৩ বার খাবরের আগে সেবন করুন। তীব্র অবস্থায় প্রতিদিন ৫ থেকে ১০ ফোঁটা ঔষধ কিছু পরিমান পানিতে মিশিয়ে প্রতিদিন ৫ থেকে ৬ বার সেবন করুন। পাশাপাশি পটাসিয়াম সমৃদ্ধ খাবার বা প্রাকৃতিক পটাসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করুন। কিছুটা উন্নতির পরে ডোজ কমিয়ে প্রতিদিন ২ বার সেবন করুন।
পার্শ্ব প্রতিক্রিয়া : এই ঔষধে কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই। ঔষধ সেবন করার পর যে কোনরুপ পার্শ্ব প্রতিক্রিয়াদেখা দিলে আপনার চিকিৎসকের পরামর্শ নিন।
সাবধানতা : শিশুদেও নাগালের বাহিওে রাখুন। অতিরিক্ত ডোজ পরিহার করুন। গর্ভাবস্থায় শুধুমাত্র রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে সবন করুণ।
চিকিৎসা সার্থে যোগাযোগ করুন-
আরোগ্য হোমিও হল
প্রতিষ্ঠাতা : মৃত : ডা: আজিজুর রহমান
ডা: মো: হাফিজুর রহমান (পান্না)
বিএসএস, ডিএইচ এমএস (ঢাকা)
ডা: মোসা: অজিফা রহমান (ঝর্না)
ডিএইচ এমএস (ঢাকা)
রেজি নং- ১৬৯৪২
স্থাপিত -১৯৬২
মথুর ডাঙ্গা, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী।
মোবাইল - ০১৭১৮১৬৮৯৫৪
arh091083@gmail.com
hafizurrahman2061980@gmail.com
0 coment rios: