সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

শরীরের বিভিন্ন অঙ্গে ব্যাথার হোমিওপ্যাথিক ঔষধ



শরীরের বিভিন্ন অঙ্গে ব্যাথায় হোমিওপ্যাথিক ঔষধ :

homeopathy medicine for pain
আমাদের শরীরে যখন তখন বিভিন্ন অঙ্গে ব্যাথা অনুভুত হয়। এই ব্যাথার অনুভুতি বিভিন্ন কারনে হতে পারে। আঘাত লাগা, পড়ে যাওয়া, গ্যাস, স্নায়ুর সমস্যা ইত্যাদি বিভিন্ন কারনে এই ব্যাথার অনুভুতি হয়। এখানে বিভিন্ন প্রকার ব্যাথার উপসর্গ অনুযায়ী হোমিওপ্যাথি চিকিৎসা (homeopathy medicine for pain) আলোচনা করা হল।


Symptomatic homeopathy medicine for pain
  আঘাত লেগে যদি শরীরের কোন স্থান থেঁৎলে বা ছেঁচে যায় তাহলে  - Arnica । আর যদি Arnica  তে সম্পূর্ণ উপকার না হয় তাহলে -Ledum ।  Ledum- এ আঘাতজনিত কালো শিরার দাগ পর্যন্ত বিলুপ্ত হয়।

কিন্তু যদি কোন স্থানে খোঁচা লাগে বা পেরেক,ছুঁচ,পিন ইত্যাদি ফুটে যায় তাহলে- Ledum  ।

আঘাত লেগে কোন স্থান কেটে গেলে সর্বাপেক্ষা উপকারী ওষুধ - Calendula Q

 শরীরে কোন স্থান আঘাত লেগে যদি স্নায়ু আহত হয় তাহলে - Hypericum 

যদি মাংস পেশি আঘাত লেগে কালশিরা পড়ে তাহলে - Arnica  ।

কোন ভারী বস্তু ওঠাতে গিয়ে পিঠে, ঘাড়ে ব্যাথা, তাহলে – Rhus Tox

কেবলমাত্র চোখে আঘাত ও তজ্জনিত উপসর্গ – Artemisia Vul


বহুদিনের পুরনো ও মচকানো ব্যাথায় – Ammon Mur 


পড়ে গিয়ে বা আঘাত লেগে বহুদিন পর্যন্ত ফুলে থাকে, তাতে ছুঁচ ফোটানোর মতো ব্যাথা – Conium ।

আঘাত লেগে হাড় ভেঙ্গে যাওয়া ও ওই হাড় জুড়তে দেরী হওয়া – Symphytum

আঘাত লাগা জায়গা ক্ষত হয়ে পুঁজ জমে ভীষণ ব্যাথা – Silicea

পায়ের আঙ্গুল বা পায়ের তলায় ভীষণ বেদনা, পা ফোলে,পায়ের তলায় ঝিনঝিন ধরা বা পিন ফোটানো বা খেঁচে ধরার মতো ব্যাথা – Apocynum Andro  ।



heel pain

পায়ের তলায় ও গোড়ালিতে ব্যাথা, টিপলে তত ব্যাথা লাগে না কিন্তু চলতে গেলে ভীষণ ব্যাথা – Antim Crud  ।


হাতের কব্জি, পায়ের গোড়ালির গাঁটে প্রদাহ ও ব্যাথা – Abrotenum

ব্যাথা ধীরে ধীরে চরম সীমায় ওঠে আবার হঠাৎ কমে। গলার ভেতর ঘায়ের মতো ব্যাথা, কাশিবার সময় ব্যাথা – Argent Met

পিঠে ব্যাথা, নিশ্বাস নেবার সময় ব্যাথা – Aconite Nap

পেটের ব্যাথা খাবারের পরেই কমে কিন্তু কিছুক্ষণ পরে আবার বাড়ে – Lachesis  ।


pain
ডান কাঁধের ব্যাথা আঙ্গুল পর্যন্ত পরিচালিত হয়। বাম তর্জনী ও আঙ্গুলের বেদনা,প্রদাহ – Acid Hydrofluor  ।

ব্যাথা নড়াচড়া করলে বৃদ্ধি হয় না কিন্তু স্থির হয়ে বসে থাকলে ছুঁচফোটানো ব্যাথা – Kali Carb ।


হাতের কব্জিতে আঘাত বা মচকে গিয়ে ব্যাথা – Cistus

নাভির কাছে নিঃশ্বাস গ্রহনের সময় খোঁচামারা ব্যাথা,তলপেটে কাটাছেঁড়ার মতো ব্যাথা – Hyociamus

শরীরের কোন স্থানের ব্যাথা যখন আড়াআড়িভাবে পরিচালিত হয় – Lac Can 

শরীরের কোন স্থানের বেদনা যখন কোনাকুনি ভাবে চালিত হয় – Agaricus

ব্যাথা হঠাৎ আসে ও হঠাৎ যায়, ব্যাথা স্থান পরিবর্তন করে অর্থাৎ একবার এখানে তো একবার সেখানে – Acic Nit

স্তনের নীচে ব্যাথা, পাছার হাড়ে স্পর্শকাতর বেদনা – Lilium Tig

সর্টরিবের নীচে পেটের বামদিকে ব্যাথা, দ্রুত চললে প্লীহায় ব্যাথা – Rhododendron



back pain
মেরুদণ্ডে ও পিঠে ব্যাথা, শ্বাস গ্রহনেও ব্যাথা বাড়ে, কাশির সময় বুকে ছুঁচফোটার মতো ব্যাথা – Spigelia

পিঠে ও ঘাড়ে ব্যাথা, মাথা নিচু করে রাখতে পারে না – Radium



চিকিৎসা সার্থে যোগাযোগ করুন-


আরোগ্য হোমিও হল

প্রতিষ্ঠাতা : মৃত : ডা: আজিজুর রহমান 

ডা: মো: হাফিজুর রহমান (পান্না)

বিএসএস, ডিএইচ এমএস (ঢাকা)

ডা: মোসা: অজিফা রহমান (ঝর্না)

 ডিএইচ এমএস (ঢাকা)

রেজি নং- ১৬৯৪২

স্থাপিত -১৯৬২

মথুর ডাঙ্গা, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী।

মোবাইল - ০১৭১৮১৬৮৯৫৪

arh091083@gmail.com 

hafizurrahman2061980@gmail.com


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: