স্টোক সাধরণত বথরুমেই বেশি হয় কেন:-
স্টোক সাধারণত বাথরুমেই বেশি হয়। ইহার কারণ বাথরুমের ঢুকে স্না করার সময় আমরা প্রথমেই মাথা এবং চুল ভেজাই যা একদম উচিত নয়। এটি সাধারণ প্রায় মানুষই করে থাকে। এই ভাবে প্রথমে মাথায় জন দিলে রক্ত দ্রুত মাথায় দ্রুত মাথায় উঠে যায় এবং কৈশিক ও ধমনী একসাথে ছিঁড়ে যাওয়া সম্ভবনা থাকে। যাহার ফলে স্টোক করে তার:পর মাটিতে পড়ে যায়।
কানাডার মেপিকেল অ্যাসোসিয়েশন জানালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে স্টোক বা মিনি স্টোকের করণে যে ধরণের ঝঁকি কথা আগে মনে করা হতো প্রকৃতপক্ষে এই ঝুঁকি দীর্ঘস্থায় এবং আরো ভয়াবহ হতে পারে। বিশ্বের একাধিক গবেষণা রিপোর্ট অনুযায়ী, স্নানের সময় স্টোক আক্রান্ত হয়ে মৃত্যু বা পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার ঘটনা দিনের পর দিন বেড়েই চলছে চিকিৎসদের স্নান কারার সময় কিছু নিয়ম মেনে সাবাইকে স্নান করা উচিত।
সছিক নিয়ম মেনে স্নান না করলে হতে পারে মৃত্যু। স্নান করার সময় প্রথমেই মাথা এবং চুল ভেজানো একদম উচিত নয়। কারণ মানুষের শরীরে রক্ত সঞ্চালন একটা নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে। শরীরের তাপমাত্রা বাইরের তাপ মাত্রার সঙ্গে মানিয়ে নিতে সাধরণত কিছুটা সময় লাগে। চিকিৎসদের মতে মাথায় প্রথমেই জল দিলে সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনের গতি বহু গুণ বৃদ্ধি পায়। সে সময় বেড়ে স্টোকের ঝুঁকিও । অতিরিক্ত রক্তসঞ্চালনে ফলে রক্তের চাপ বেড়ে মস্তিস্কের ধমনী ছিঁড়ে সাওয়ার সম্ভবনা থাকে।
স্নান করার সঠিক নিয়ম :-
প্রথমে পায়ে পাতা ভেজাতে হবে। তারপর আস্তে আস্তে উপর অংশের কাঁধ পর্যন্ত ভেজাতে হবে। তার পর মুখে পানি দিয়ে ভেজাতে হবে। সবার শেষে মাথায় পানি দিয়ে ভেজাতে হবে।
যাহাদের উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টরণ এবং মাইগ্রেন আছে তাদের অবশই এই নিয়ে মেনে চলা উচিত। এই তথ্যগুলো বয়স্ক মা-বা এবং আত্নীয় পরিজনদের অবশ্যই জানিয়ে দিন।
চিকিৎসার জন্য যোগাযোগ :-
আরোগ্য হোমিও হল
প্রতিষ্ঠাতা : মৃত: ডা: আজিজুর রহমান
প্রা: ডা: মো: হাফিজুর রহমান (পান্না)
বি. এস এস, ডি.এইচ.এম.এস (ঢাকা)
ডা: মোসা: অজিফা রহমান (ঝর্না)
ডি.এইচ.এম.এস (ঢাকা)
রেজিষ্টার্ড নং - ১৬৯৪২
স্থাপিত - ১৮৬২ ইং
মথুর ডাঙ্গা, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী।
মোবাইল : ০১৭১৮-১৬৮৯৫৪
রোগী দেখার সময় প্রতিদিন বৈকাল ৪টা হতে রাত্রি ১০টা পর্যন্ত।
Mel: arh091083@gmail.com . hafizurrahman2061980@gmail.com
0 coment rios: