সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

পুরুষদের ধাতু দুর্বল ও ধ্বজভঙ্গের হোমিওপ্যাথিক ঔষধ


 পুরুষদের ধাতু দুর্বল ও ধ্বজভঙ্গের হোমিওপ্যাথিক ঔষধ

রোগ বিবরন : যৌবন কালে অস্বাভাবিক উপায়ে অত্যাধিক শুক্রক্ষয়, হস্তমৈথুন, ঘন ঘন স্বপ্ন দোষ, অতিরিক্ত স্ত্রী সহবাস, কোষ্টবদ্ধ, অর্শ, কৃমি প্রভূতি রোগে এই উৎপত্তি। তবে অতিরিক্ত শুক্র ক্ষয়ই ইহার মূল কারন। জননেন্দ্রিয় এতই দুর্বল হইয়া পড়ে যে, শুক্র ধারন ক্ষমতা কমিয়া যায়। বাহ্যে, প্রস্রাবে বসিয়া কোঁথ দিলে শুক্র বাহির হইয়া পড়ে। স্ত্রী লোকের সঙ্গে আলিঙ্গন, স্পর্শ, দর্শন কিংবা মনে মনে ভাবিলেও বীর্যপাত বেড় হয়। ইহাতে জননেন্দ্রিয় ছোট, ও বক্র হইয়া পড়ে। হ্রৎস্পন্দন মাথা ধরা, অকাল বার্ধক্য। ধ্বজভঙ্গ প্রভূতি রোগের আবির্ভাব হয়। তবে স্বরন রাখা উচিত অমিতাচার, হস্তমৈথুন, স্বপ্ন দোষ ইত্যাদি কারনে ধাতু দুর্বল্য রোগ অল্প সময়ে আরোগ্য হয় না। তাই কিছু অধিক দিন ঔষধ ব্যবহার করিতে হয়।



চিকিৎসা----

ক্যালিডিয়াম (Caladium) : বহু দিন পর্যন্ত স্বপ্ন দোষ হইতে হইতে পরিশেষে ধ্বজভঙ্গ, ঘুমের মধ্যে বার বার প্রবল লিঙ্গ উত্থান। ঘুম থেকে জাগিলে লিঙ্গ শিথিল হইয়া পড়ে। স্ত্রী সহবাসে ইচ্ছা অত্যন্ত প্রবল কিন্তু ক্ষমতাহীন। সহবাস কালে লিঙ্গ শক্ত হয় না। যদি ও সামান্য হয় অল্পতেই বীর্যপাত হইয়া যায়। এই সব ক্ষেত্রে ইহা অব্যর্থ।

লাইকোপিাডিয়াম (Lycopodium) : হস্তমৈথুন স্বপ্ন দোষ কিংবা অত্যাধিক স্ত্রী সহবাস জনিত ধ্বজভঙ্গ, স্ত্রী সহবারে ইচ্ছা প্রবল কিন্তু ক্ষমতাহীন, লিঙ্গ শিথিল, ছোট, স্ত্রী লইয়া সোহাগ আলিঙ্গন করিলেও লিঙ্গ উত্থান হয় না। যদিও কিছু হয় পরক্ষনেই শিথিল হইয়া পড়ে। ক্ষনস্থায়ী সহবাস, বৃদ্ধ বয়সে ধ্বজভঙ্গ পীড়ায় ইহা ব্যবহারে যথেষ্ট উপকার হইয়াছে।

সেলিনিয়ম (Selenium) : এই ঔষধটি শুক্র তারল্য বা ধ্বজভঙ্গ পীড়ায় সুনামের সহিত ব্যবহার হইতেছে। চলিতে ফিরিতে পায়খানায় বসিয়া কোঁথ দিলে বীর্যপাত হইয়া যায়। অসাড়ে রেতপাত হইয়া রোগী জীর্ণ শীর্ণ দুর্বল হইয়া পড়ে। চোখ, মুখ বসিয়া যায়।

কোনিয়াম  (Conium) : স্ত্রী সহবাসের ইচ্ছা অত্যন্ত অধিক কিন্ত সহবাসে অক্ষম। স্ত্রী লোক দেখিলে, কাছে বসিলে, এমনকি মনে মনে ভাবিলেও বীর্যপাত হইয়া যায়। সহবাস কালে যদিও লিঙ্গ উত্থান হয়। সোহাগ আলিঙ্গনের সময় শিথিল হইয়া পড়ে। ইচ্ছা ও হয়, শক্তিও আছে, তবুও যাহারা অধিক দিন কাম রিপু দমন করিয়া রাখে তাহাদের ধ্বজভঙ্গ পীড়ায় কোনিয়াম অব্যর্থ মহোঔষধ।

এগনাস কাষ্ট (Agnus Castus): অবৈধভাবে বীর্যক্ষয় করিয়া কিংবা যাহারা বারংবার প্রমেহ রোগে আক্রান্ত হইয়া ধ্বজভঙ্গ পীড়ায় আক্রান্ত হইয়া পড়িয়াছে। স্ত্রী সহবাসের ইচ্ছা অত্যন্ত প্রবল থাকা ও সত্বে ও ক্ষমতাহীন। আবার কাহারো সঙ্গম ইচ্ছা থাকেনা। লিঙ্গ শিথিল, ঠান্ডা, আকারে একবারে ছোট, বাঁকা এই ঔষধ তাহাদের জন্য অতি মূল্যবান।

এনাকার্ডিয়াম (Anacardium) : স্মরনশক্তিহীন রোগীদের বাহ্যি প্রস্রাব কালীন অথবা অন্য কোন প্রকারে বীর্যপাত হইয়া ধ্বজভঙ্গ পীড়া হইলে এনাকার্ডিয়াম অব্যর্থ।

এসিড ফস (Acid Phos) : যে সকল যুবক বয়স অপেক্ষা শীঘ্র শীঘ্র বাড়িয়া উঠে। অতিরিক্ত স্ত্রী সহবাস জনিত মাথা ঘুরে, স্মৃতি শক্তি-হ্রাস, লিঙ্গ শিথিল, স্ত্রী সহবাসের সময় অতি শীঘ্র বীর্যপাত হইয়া যায়। এসিড ফস তাদের পরম বন্ধু।

কার্বোনিয়ম সালফ (Corbonium Sulph) : জ্ঞাত বা অজ্ঞাতসারে বীর্যস্খলন হইয়া ধ্বজভঙ্গ। লিঙ্গ আকারে ছোট স্ত্রী সহবাসের ইচ্ছা হয় না। যদিও সামান্য ইচ্ছা হয়, অল্প স্থায়ী মনে কষ্ট।

স্যালিক্স নায়গ্রা (Salix Nig):হস্তমৈথুন, স্বপ্নদোষ বাহ্যে প্রস্রাবের সময় শুক্রস্খলন জনিত ধাতুর্বল্য স্ত্রী সহবাসের ইচ্ছা প্রবল, কিন্ত ক্ষমতাহীন রোগীদের উৎকৃষ্ট ঔষধ। সময় সময় কোমরে বেদনার জন্য চলিতে ফিরিতে কষ্ট হয়। অতিরিক্ত স্ত্রী সহবাসের ইচ্ছা দমন করিতে ও ধাতুদুর্বল্যে এই ঔষধ উত্তম কার্যকারী।

ইয়োহিম্বিনাম (Yohimbinum) : ধাতু দুর্বল্য বা ধ্বজভঙ্গ রোগে এই ঔষধ সেবন করিলে অল্প দিনের মধ্যেই রতি শক্তি বৃদ্ধি পায়। অনিচ্ছা সত্ত্বে লিঙ্গ অত্থান ও ঘন ঘন প্রস্রাবের ব্যাধি দূর হয়।

টিটেনিয়ম Titanium): সঙ্গম শক্তির দুর্বলতা বশত স্ত্রী সহবাস কালীন অতি শীঘ্র বীর্যপাত হইয়া গেলে টিটানিয়াম একটি উৎকৃষ্ট ঔষধ।

ইন্ডিয়াম (Indium): স্ত্রী সহবাসের ইচ্ছা কম, ক্ষমতাও কম, জননেন্দ্রিয় দুর্বলতা বশত সহবাসকালের সময় অতি শীঘ্র বীর্যপাত হইয়া যায়। মনে কোন সুখ পায় না।

নুপার লুটিয়া (Nuphar Lut) : কাম উত্তেজক কথায় কিংবা অল্প উত্তেজনায় অসাড়ে বীর্যপাত হইয়া যাহাদের ধ্বজভঙ্গ পীড়া হইয়াছে ও মল ত্যাগ কালীন অসাড়ে শুক্র স্খলন হইয়া, রমন ইচ্ছা কমিয়া গিয়াছে ইহা তাহাদের ক্ষেত্রে প্রযোজ্য।

টার্নেরা (Turnera): ইহা শুক্র বর্ধক ঔষধ। যাহাদের পুরুষত্ব কমিয়া গিয়াছে। লিঙ্গ ভাল ভাবে উত্তেজিত হয় না। অথাৎ ধাতু দুর্বল্য পীড়ায় উক্ত ঔষধ নিয়মিত রূপে কিছু দিন পর সেবন করিলে উৎকৃষ্ট ফল পাওয়া যায়।

এভেনা স্যাট (Avena Sat) : হস্তমৈথুন, স্বপ্নদোষ বা অতিরিক্ত স্ত্রী সহবাস জনিত শারীরিক দুর্বলতা ও ধ্বজভঙ্গ পীড়ায় ইহা ব্যবহার করিয়া যথেষ্ট উপকার পাইয়াছি।

উইদানিয়া (Withania) : ধাতু দুর্বল্য বা ধ্বজভঙ্গ পীড়ার উৎকৃষ্ট ঔষধ।

ফসফরাস (Phosphorus) : সুন্দর, লম্বা ছিপছিপে গড়ন, চালাক, তীক্ষ বৃদ্ধি, কোমল মন, সামান্য কারনে মনে ব্যথা। কোল কুঁজো, হাঁটিতে সামান্য নুয়ে চলে এই ধাতু রোগী হস্তমৈথুন, স্বপ্নদোষ বা অতিরিক্ত স্ত্রী সহবাসে বা অসাড়ে শক্রক্ষরন ইত্যাদি কারনে ধ্বজভঙ্গ। সঙ্গম ইচ্ছা খুব প্রবল কিন্তু ভালভাবে লিঙ্গ উত্থান হয় না। যদিও হয় সহবাস কালীন লিঙ্গ শিথিল হইয়া পরে। ইত্যাদি লক্ষনে ইহা অমোঘ।

ট্রিবিউলাস (Tribulus) : শরীরে যখন যৌবন আসিতে আরম্ভ করে কামকাতুরা হইয়া নিজ দেহের উপর অত্যচার শুরু স্বপ্ন দোষ বা অন্য কোন অবৈধ ভাবে শুক্রক্ষয় করিয়া জননেন্দ্রিয়ের দুর্বলতা আংশিক ধ্বজভঙ্গ পীড়ায় আক্রান্ত হয়। 

মসকাস (Moschus) : বহুমূত্র রোগী অত্যন্ত জীর্ণ হইয়া অকালে বৃদ্ধের মত হইয়া পড়ে, রমন ইচ্ছা প্রবল, কিন্ত ক্ষমতাহীন, লিঙ্গ উত্থান কিছু বীর্যপাত হইয়া যায়। বহুমূত্র রোগী ধ্বজভঙ্গ পীড়ায় মসকাম একটি উত্তম কার্যকারী ঔষধ।

মেডোরিনাম (Medorihium) : গনরিয়া রোগে আক্রান্ত হইয়া ইনেজেকশন দ্বারা চিকিৎসা করাইয়া গনরিয়া রোগ চাপা দেওয়ার ফলে ধ্বজভঙ্গ পীড়া হইলে প্রথমেই মেডোরিনাম দ্বারা চিকিৎসা আরম্ভ করিয়া পরে লক্ষনে অনুযায়ী অন্য ঔষধ দ্বারা চিকিৎসা করিলে রোগী আরোগ্য হয়।

আপনি যদি এই রোগে আক্রান্ত হন তাহলে আপনার বিস্তারিত রোগ লক্ষন ম্যাসেজ দিয়ে জানান।


যোগাযোগ -

আরোগ্য হোমিও হল

প্রতিষ্ঠাতা : মৃত : ডা: আজিজুর রহমান 

ডা: মো: হাফিজুর রহমান (পান্না)

বিএসএস, ডিএইচ এমএস (ঢাকা)

ডা: মোসা: অজিফা রহমান (ঝর্না)

 ডিএইচ এমএস (ঢাকা)

রেজি নং- ১৬৯৪২

মথুর ডাঙ্গা, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী।

মোবাইল - ০১৭১৮১৬৮৯৫৪

arh091083@gmail.com 

hafizurrahman2061980@gmail.com


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

1 টি মন্তব্য:

  1. খুব ভালো কারো কোন ডাক্তারের কাছে না গেলেও বাজার থেকে ঔষধ কিনে খেতে পারবে।

    উত্তরমুছুন