homeopathic (আরোগ্য হোমিও হল)

সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

এন্টিম টার্ট ৩x

এন্টিম টার্ট ৩x



এন্টিম টার্ট ৩x
Antim Tart 3x

উপাদান : এন্টিমোনিয়াম টার্টরিকাম ।

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক টাইটুরেশন ঔষধ।

এন্টিম টার্ট ৩x প্রস্তুত প্রাণালী : ইউ.এস. হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

এন্টিম টার্ট ৩x এর কার্যকারিতা : খিচুনীযুক্ত পেটব্যথা, মাথা ঘোরা, মত্রনালী ও মুত্র থলির প্রদাহ, অন্ডকোষের প্রদাহ, রক্ত-আমযুক্ত মল, এলবুমিনুরিয়া, শীতবোধ, দৈহিক ব্যথা, রুগ্ন, ভগ্নস্বাস্থ্য, শিশু বা বৃদ্ধদের শ্লেম্মা প্রবণতা, বুকের মধ্যে ঘড় ঘড় শব্দ করে, শ্বাকষ্ট, কাশি, গেঁটে বাত, মুখ ফ্যাকাশে বা বিবর্ণ হয়, নানা ধরনের বেদনা ও যন্ত্রণা এবং ব্রংকাইটিস প্রভৃতি রোগে এন্টিম টার্ট ৩x ব্যবহার করা হয়।

এন্টিম টার্ট ৩x  এর পার্শ্বপ্রতিক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তার পরেও যদি কোনরুপ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

এন্টিম টার্ট ৩x  এর ভেজষ মিথিস্ক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেজষ মিথিস্ক্রিয়া প্রমান নেই।

এন্টিম টার্ট ৩x এর সেবন বিধি : শিশুরা ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট প্রতিদিন (সকাল-দুপুর- বৈকাল-রাত) অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

বিশেষ দ্রষ্টব্য : যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

এন্টিম টার্ট ৩x  ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

উপস্থানা : এম্বার বোতলে ট্যাবলেট আকারে পরিবেশন করা হয়।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন তা লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

আর্সেনিক এল্ব ৩x

আর্সেনিক এল্ব ৩x



আর্সেনিক এল্ব ৩x
Arsenic Alb 3x

উপাদান : আর্সেনিক ট্রাই-অক্রইড।

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক টাইটুরেশন ঔষধ।

আর্সেনিক এল্ব ৩x প্রস্তুত প্রাণালী : ইউ.এস. হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

আর্সেনিক এল্ব ৩x এর কার্যকারিতা : ইহা নিত্য প্রয়োজনীয় ও সুনিশ্চিত গভীর ক্রিয়াশীল ঔষধ, এই ঔষধের ব্যবহারও অত্যন্ত ব্যাপক ভাবে হয়। রাত্রিকালীন রোগ বৃদ্ধিসহ অস্থিরতা, অল্প শ্রমে ক্লান্তি, দ্রুত জীবনী শক্তির ক্ষয়, ভীতি ভাব, মূচ্ছা, শিশুর কালাজ্বর, ফলের রস সেবনজনিত কারণে ক্ষতিকর ক্রিয়া, মানসিকভাবে অস্থির, শারীরিক ভাবে দুর্বল, অবসাদ, উদ্বেগ, বিষাদ, হতাশা, অস্থিরতা, উদাসীনতা, খিটখিটে মেজাজ, রক্তস্বপ্লতা, জ্বালাকর যন্ত্রণা, দৈহিক ওজন হ্রাস, আক্রান্ত স্থানে আগুনের মত জ্বালা, খাদ্য বস্তু দেখতে বা খেতে গন্ধ লাগে, চোখে মুখে জ্বালাভাব, অতিরিক্ত পিপাসা, চোখের চারপাশে ফোলা, পাকস্থলীর গোলযোগ, যকৃৎ ও প্লীহাবৃদ্ধি, শিশুর দাঁত উঠার সময় রক্ত শূন্যতা ও দুর্বলতা, অর্শ, এলবুমিন্যুরিয়া, শ্বাসক্রিয়ার কষ্ট, চর্মরোগ ইত্যাদি লক্ষনে ইহা ব্যবহার হয়।

 

আর্সেনিক এল্ব ৩x এর পার্শ্বপ্রতিক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তার পরেও যদি কোনরুপ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

আর্সেনিক এল্ব ৩x এর ভেজষ মিথিস্ক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেজষ মিথিস্ক্রিয়া প্রমান নেই।

আর্সেনিক এল্ব ৩x সেবন বিধি : শিশুরা ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট প্রতিদিন (সকাল-দুপুর- বৈকাল-রাত) অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

বিশেষ দ্রষ্টব্য : যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

আর্সেনিক এল্ব ৩x ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

উপস্থানা : এম্বার বোতলে ট্যাবলেট আকারে পরিবেশন করা হয়।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন তা লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

আর্সেনিক আয়োড ৩x

আর্সেনিক আয়োড ৩x



আর্সেনিক আয়োড ৩x
Arsenic Iod 3x

উপাদান : আর্সেনিক আয়োডাইড।

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক টাইটুরেশন ঔষধ।

আর্সেনিক আয়োড ৩x প্রস্তুত প্রাণালী : ইউ.এস. হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

আর্সেনিক আয়োড ৩x এর কার্যকারিতা :  পৌন:পুনিক জ্বর ও ঘাম, শীতবোধ, হে-ফিভার, নাসিকার সর্দি, কর্ণপ্রদাহ, চক্ষু উঠা, দীর্ঘদিনের ব্রঙ্কাইটিস, গলার স্বরভঙ্গ, গলকোষ প্রদাহ, টি বি, নিউমোনিয়া, ডিপথেরিয়া, গ্রন্থির বিবৃদ্ধি, মাথাঘোরা, হৃৎরোগ, বুক ধড়ফর করে, ধমনি কাঠিন্য, প্রদর, স্তনে ফোঁড়া, স্তন টিউমার, প্রবল তৃষ্ণা,  বমিভাব, জরায়ুর মুখে ক্ষত, জরায়ুতে টিউমার, অনিদ্রা রোগে ভালো কাজ করে কার্যকরী।

আর্সেনিক আয়োড ৩x এর পার্শ্বপ্রতিক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তার পরেও যদি কোনরুপ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন।

আর্সেনিক আয়োড ৩x এর ভেজষ মিথিস্ক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেজষ মিথিস্ক্রিয়া প্রমান নেই।

আর্সেনিক আয়োড ৩x এর সেবন বিধি : শিশুরা ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট প্রতিদিন (সকাল-দুপুর- বৈকাল-রাত) অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

বিশেষ দ্রষ্টব্য : যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

আর্সেনিক আয়োড ৩x  ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

উপস্থানা : এম্বার বোতলে ট্যাবলেট আকারে পরিবেশন করা হয়।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন তা লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

আর্সেনিক সালফ ফ্লেভাম ৩x

আর্সেনিক সালফ ফ্লেভাম ৩x


আর্সেনিক সালফ ফ্লেভাম ৩x
Arsenic Sulph Flavum 3x

উপদান : আর্সেনিক সালফ ফ্লেভাম ।

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক টাইটুরেশন ঔষধ।

আর্সেনিক সাল্ফ ফ্লেভাম ৩x প্রস্তুত প্রাণালী : ইউ.এস. হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

আর্সেনিক সাল্ফ ফ্লেভাম ৩x কার্যকারিতা : ইহা শ্বেতী রোগ ও সিফিফিসের উপর বিশেষ ভাবে ক্রিয়া করে। যেমন – বুকে সূঁচবৎ যন্ত্রণা, সায়াটিকা ব্যথা, সোরিয়াসিস, কুষ্ঠ রোগ, থাইসিস রোগ, হাটুর চারিদিকে ব্যথা, কানে পশ্চাৎ ভাগে ব্যথা, শ্বাসকষ্ট, শরীরের চর্মে ব্যথা, ধ্বল ও  চামড়া ফেটে যাওয়া রোগে ভাল কাজ করে।

আর্সেনিক সালফ ফ্লেভাম ৩x এর পার্শ্বপ্রতিক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তার পরেও যদি কোনরুপ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ
গ্রহন করুন।

আর্সেনিক সালফ ফ্লেভাম ৩x এর ভেজষ মিথিস্ক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেজষ মিথিস্ক্রিয়া প্রমান নেই।

আর্সেনিক সালফ ফ্লেভাম ৩x ঔষধ সেবন বিধি : শিশুরা ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট প্রতিদিন (সকাল-দুপুর- বৈকাল-রাত) অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

বিশেষ দ্রষ্টব্য : যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

আর্সেনিক সালফ ফ্লেভাম ৩x ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

উপস্থানা : এম্বার বোতলে ট্যাবলেট আকারে পরিবেশন করা হয়।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েবসাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন তা লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

অরাম মিউর নেট ৩x

অরাম মিউর নেট ৩x



অরাম মিউর নেট ৩x
Aurum Mur Nat 3x

উপাদান : অরাম মিউর নেট।

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক টাইটুরেশন ঔষধ।

অরাম মিউর নেট ৩x প্রস্তুত প্রাণালী : ইউ.এস. হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

অরাম মিউর নেট ৩x এর কার্যকারিতা : মহিলাদের বিভিন্ন জটিল গোগে ব্যবহার হয় যেমন – জরায়ুর টিউমার, জরায়ু প্রদাহ ও জরায়ু স্থানচ্যুতি, মহিলাদের যৌনাঙ্গে বা গর্ভশয়ে ঘা, ডিম্বাশয় শক্ত হয়ে যাওয়া বা শোথ রোগ। স্ত্রী জননেন্দ্রিয়ের উপর ইহার কার্যকারিতা অনেক বেশী। তাছাড়াও প্রদর, জরায়ুর অল্প বিবৃদ্ধি, জরায়ু কাঠিন্য, সিফিলিস, স্কেলেরেসিয়া, স্নায়ু চাপ বা নার্ভাসনেস, হাইপারটেশন, ক্ষয়জ্বও ইত্যাদি রোগে ব্যবহার করা যায়। এছাড়ও সোরিয়াসিস, নিন্ম চোয়ালের উপর অস্থি আবরক স্ফীতি, অণ্ডকোষ বৃদ্ধিতে কার্যকরী।

অরাম মিউর নেট ৩x এর পার্শ্বপ্রতিক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তার পরেও যদি কোনরুপ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ
গ্রহন করুন।

অরাম মিউর নেট ৩x এর ভেজষ মিথিস্ক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেজষ মিথিস্ক্রিয়া প্রমান নেই।

অরাম মিউর নেট ৩x ঔষধ  সেবন বিধি : শিশুরা ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট প্রতিদিন (সকাল-দুপুর- বৈকাল-রাত) অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

বিশেষ দ্রষ্টব্য : যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

অরাম মিউর নেট ৩x  ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

উপস্থানা : এম্বার বোতলে ট্যাবলেট আকারে পরিবেশন করা হয়।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েবসাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন তা লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

 

বোরাক্স ৩x

বোরাক্স ৩x



বোরাক্স ৩x

Borax 3x

উপাদান : বোরাক্স (হোমিওপ্যাথিক ঔষধ)।

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক টাইটুরেশন ঔষধ।

বোরাক্স ৩x প্রস্তুত প্রাণালী : ইউ.এস. হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

বোরাক্স ৩x এর কার্যকারিতা : লালাক্ষরণ,পাকাশয় এবং অন্ত্রঘটিত উপদাহ,  বমনোদ্বেগ, বমন, শুলবেদনা, উদরাময়, এলবুমিনযুক্ত স্রাব নিগমন, মৃগীরোগ, মুখক্ষত, পাকস্থলীর ক্ষত, মাড়ি দিয়ে রক্তপড়া, নতুন-পুরাতন কান পাকা, মুখ ও জিহব্বায় ঘা, তিক্ত আস্বাদ, মিউকাস মেমব্রেনের প্রদাহ ও তৎজনিত জটিলতা, শরীর কাঁপা, শিশুর মুখ মন্ডলের চেহারা ফ্যাকাশে ও কপালে ছোট ছোট ফোস্কা, হিষ্টিরিয়াজনিত উপসর্গ, স্তনে অতিরিক্ত দুগ্ধক্ষরণ, পুরাতন গনেরিয়া, পুরাতন গ্যাষ্ট্রিক, বাধক, মহিলাদের গরম পাতলা সাদা স্রাব ও বেদনা প্রভৃতিতে বোরাক্স অত্যান্ত কার্যকরী।

বোরাক্স ৩x  এর পার্শ্বপ্রতিক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তার পরেও যদি কোনরুপ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ
গ্রহন করুন।

বোরাক্স ৩x এর ভেজষ মিথিস্ক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেজষ মিথিস্ক্রিয়া প্রমান নেই।

আরো জানতে- জোনেসিয়া অশোকা Q

বোরাক্স ৩x  ঔষধ সেবন বিধি : শিশুরা ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট প্রতিদিন (সকাল-দুপুর- বৈকাল-রাত) অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

বিশেষ দ্রষ্টব্য : যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

বোরাক্স ৩x ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

উপস্থানা : এম্বার বোতলে ট্যাবলেট আকারে পরিবেশন করা হয়।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েবসাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন তা লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।।

 

কার্বো ভেজ ৩x

কার্বো ভেজ ৩x

                                                                        


                                                              কার্বো ভেজ ৩x
                                                              Catrbo Veg 3x

উপাদান : কার্বো ভেজ ।

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক টাইটুরেশন ঔষধ।

কার্বো ভেজ ৩x প্রস্তুত প্রাণালী : ইউ.এস. হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

কার্বো ভেজ ৩x এর কার্যকারিতা : পাকস্থলীর ক্ষত, পেট ভারীবোধ, পেট ও পেট সংক্রান্ত যাবতীয় রোগে কার্বো ভেজ ৩x ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে বদহজম, জিহ্বায় ক্ষত, পঁচা-বাসী খাবার গ্রহণে পেটে সমস্যা অথবা খাদ্যে বিষক্রিয়া, মাড়ি দিয়ে রক্তপড়া, লম্লতা, ডায়রিয়া, রক্তস্রাব, পেটফাঁকা, অতপেট ফোলা, টাইফয়েড, পুরাতন ব্রঙ্কাসের প্রদাহ, মাথার চুল সহজে ঝরে পড়ে এবং কোষ্ঠকাঠিন্য রোগে কার্বো ভেজ ৩x ব্যবহার করা যায়।

কার্বো ভেজ ৩x এর পার্শ্বপ্রতিক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তার পরেও যদি কোনরুপ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ
গ্রহন করুন।

কার্বো ভেজ ৩x এর ভেজষ মিথিস্ক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেজষ মিথিস্ক্রিয়া প্রমান নেই।

কার্বো ভেজ ৩x ঔষধ সেবন বিধি : শিশুরা ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট প্রতিদিন (সকাল-দুপুর- বৈকাল-রাত) অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

বিশেষ দ্রষ্টব্য : যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

কার্বো ভেজ ৩x  ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

উপস্থানা : এম্বার বোতলে ট্যাবলেট আকারে পরিবেশন করা হয়।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েবসাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন তা লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।