রোগ লক্ষণ : ইহার রোগী পাকাশয় খালি খালি বোধ করে। মিষ্টি দ্রবো স্পৃহা, বেদনা বেদনাহীন উদরাময়, চুপ করিয়া হতভম্বের ন্যায় পড়িয়া থাকিলে ও তৎসহ অত্যাধিক দুর্বলতা, দাস্ত, মলে পচা গন্ধ ও ঘন ঘন পাতলা ভেদ ও বমনে কার্যকরী। চর্বিযুক্ত বা অতিরিক্ত গুরুপার্ক খাদ্য খাওয়ার কারণে পানির মত পায়খানা। তার সঙ্গে অজীর্ণ খাবার, পিপাসা, জিহ্বায় সাদা আবরণ, অবসাদ, ক্লান্তি, আরোগ্যেও পর স্বাস্থ্য উদ্ধারের সময় সেবনের করা যেতে পারে।
আরোগ্য হোমিও হল
প্রতিষ্ঠাতা : মৃত : ডা: আজিজুর রহমান
ডা: মো: হাফিজুর রহমান (পান্না)
বিএসএস, ডিএইচ এমএস (ঢাকা)
ডা: মোসা: অজিফা রহমান (ঝর্না)
ডিএইচ এমএস (ঢাকা)
রেজি নং- ১৬৯৪২
স্থাপিত -১৯৬২
মথুর ডাঙ্গা, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী।
মোবাইল - ০১৭১৮১৬৮৯৫৪
arh091083@gmail.com
hafizurrahman2061980@gmail.com