homeopathic (আরোগ্য হোমিও হল)

সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

মার্ক সল ৩x

মার্ক সল ৩x


মার্ক সল ৩x 

Merc Sol 3x

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক টাইটুরেশন ঔষধ।

মার্ক সল ৩x প্রস্তুত প্রাণালী : ইউ.এস. হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

মার্ক সল ৩x  এর কার্যকারিতা : মার্কসল একটি বহুল প্রচালিত ঔষধ। এর ব্যবহার অত্যান্ত ব্যাপক। ইহা সাধারণত আমাশয়, উদরাময়, দন্তশুল, ফোঁড়া, ব্রঙ্কাইটিস, দুর্গন্ধযুক্ত শ্বাসপ্রশ্বাস, বাত অবসাদে ইহা অত্যান্ত কার্যকর। বিশেষ করে মার্ক সলের রোগীর দেহে মার্কারী জনিত গন্ধ থাকে।

এছাড়াও আরও যেসব লক্ষণে ব্যবহার হয় যেমন – গন্ডমালা রোগ, গলায়, নাকে ও মুখে চুলকানি, পায়ের ক্ষত ও তৎজনিত জ্বালা যন্ত্রণা, চর্ম উপদাহ, ঘা-পাঁচড়া, গনোরিয়া, বাতজনিত অস্থি-সন্ধির প্রদাহ, কাপুনি, দূর্বলতা, ঘাম দুর্গন্ধ, পুঁজ সৃষ্টি, নিউরালজিয়া, মস্তিকের গোলযোগ ও মাথাধরা।

ইহা ছাড়াও পুরাতন সিফিলিস, অক্ষিপত্র লাল, চোখের উপসর্গ, কানের গোলযোগ, কর্ণশুল, রক্তস্রাব, নাকের উপসর্গ, রক্ত ও পুঁজ পড়া, মাস্পস, অতিরিক্ত লালাস্রাব নির্গত হওয়া, জিহবার সমস্যা, লিভারের গোলযোগ, পেটের উপসর্গ, প্রস্রাবের জ্বালা ও বেদনা, নিউকোরিয়া, ওভারীতে জ্বালাবোধ, মহিলা ও পুরুষের যৌন ব্যাধি, দাঁতের উপরের অংশের ক্ষয় ও মাড়ি থেকে পুঁজ পড়া ও দূর্গন্ধ প্রভৃতি লক্ষণ সমুহ উল্যেখযোগ্য।

মার্ক সল ৩x  এর পার্শ্বপ্রতিক্রিয়া : সঠিন মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্বপ্রক্রিয়া পরিলক্ষিত হয়নি।

মার্ক সল ৩x  ভেজষ মিথিস্ক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেজষ মিথিস্ক্রিয়া প্রমান নেই।

মার্ক সল ৩x সেবন বিধি : শিশুরা ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট প্রতিদিন (সকাল-দুপুর- বৈকাল-রাত) অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

বিশেষ দ্রষ্টব্য : যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

মার্ক সল ৩x  ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

উপস্থানা : এম্বার বোতলে ট্যাবলেট আকারে পরিবেশন করা হয়।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েবসাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন তা লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

ওলিয়াম জ্যাক ৩x

ওলিয়াম জ্যাক ৩x



ওলিয়াম জ্যাক ৩x
Oleum Jec 3x

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক টাইটুরেশন ঔষধ।

ওলিয়াম জ্যাক ৩x প্রস্তুত প্রাণালী : ইউ.এস. হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

উপাদান : ওলিয়াম জেকোরিস এসেল্লি (হোমিওপ্যাথকি ঔষধ)।

ওলিয়াম জ্যাক ৩x এর কার্যকারিতা : শরীর কৃশতা, অবসাদ, শরীর অপুষ্টি, ক্ষয়রোগ, জ্বর জলগন্ড, বাতরোগ, যকৃতের ব্যথা, যক্ষ্ণা , স্বরভঙ্গ, হাঁটু-কনুইয়ের ব্যথায় অত্যান্ত উপকারী। শরীর সবল, স্বাস্থ্য বৃদ্ধি, হাড় মজবুত, সুস্থ্যদাঁত ও চর্ম এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিতে ওলিয়াম জ্যাক ৩x খুব কার্যকর।

এছাড়ও স্বাস্থ্য রক্ষায় সব বয়সের জন্য সক্রিয় ভূমিকা রাখে ওলিয়াম জ্যাক ৩x। দৈহিক ক্লান্তি, ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা দুর করে, হুপিং কাশি, যকৃত বেদনা, নিশাঘর্ম এবং শিশুদের বিকলাঙ্গের ক্ষেত্রেও ওলিয়াম জ্যাক ৩x ব্যবহৃত হয়।

ওলিয়াম জ্যাক ৩x  এর পার্শ্বপ্রতিক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তার পরেও যদি কোনরুপ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ
গ্রহন করুন।

ওলিয়াম জ্যাক ৩x এর ভেজষ মিথিস্ক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেজষ মিথিস্ক্রিয়া প্রমান নেই।

ওলিয়াম জ্যাক ৩x এর সেবন বিধি : শিশুরা ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট প্রতিদিন (সকাল-দুপুর- বৈকাল-রাত) অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

বিশেষ দ্রষ্টব্য : যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

ওলিয়াম জ্যাক ৩x ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

উপস্থানা : এম্বার বোতলে ট্যাবলেট আকারে পরিবেশন করা হয়।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েবসাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন তা লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

স্যাঙ্গু নাইট ৩x

স্যাঙ্গু নাইট ৩x



স্যাঙ্গু নাইট ৩x
Sang Nit 3x

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক টাইটুরেশন ঔষধ।

স্যাঙ্গু নাইট ৩x প্রস্তুত প্রাণালী : ইউ.এস. হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

উপাদান : স্যাঙ্গুইনারিয়াম নাইট্রিকাম ৩x

স্যাঙ্গু নাইট ৩x এর কার্যকারিতা : নাকের অর্বুদ, পুরাতান ও তরুন সর্দি, তরুন গলকোষ প্রদাহ, ইনফ্লুয়েঞ্জা, চক্ষু ও মাথা ব্যথা, শরীরেরত্বকে ক্ষত, ক্ষুদ্র স্রাবপূর্ণ, পুরাতন গলকোষপ্রদাহ। শরীরের বিভিন্ন স্থানে জ্বালা, শীরাসমূহ স্ফীত হওয়া, পাকাশয়জনিত কাশি, তীব্র স্বাসকৃচ্ছতা, পায়ের তলায় জ্বালা জিহব্বার পাশে ক্ষত, হাঁচি এবং অন্যান্য লক্ষণ ও শারীরিক গোলযোগ ইত্যাদি রোগে হোমিওপ্যাথিক চিকিৎসকগণ ব্যবস্থপত্র দিয়ে থাকেন।

স্যাঙ্গু নাইট ৩x  এর পার্শ্বপ্রতিক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। তার পরেও যদি কোনরুপ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলে রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ
গ্রহন করুন।

স্যাঙ্গু নাইট ৩x ভেজষ মিথিস্ক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেজষ মিথিস্ক্রিয়া প্রমান নেই।

স্যাঙ্গু নাইট ৩x সেবন বিধি : শিশুরা ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট প্রতিদিন (সকাল-দুপুর- বৈকাল-রাত) অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

বিশেষ দ্রষ্টব্য : যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

স্যাঙ্গু নাইট ৩x ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

উপস্থানা : এম্বার বোতলে ট্যাবলেট আকারে পরিবেশন করা হয়।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েবসাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন তা লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

বুধবার, ৫ জুলাই, ২০২৩

সালফার আয়োড ৩x

সালফার আয়োড ৩x

সালফার আয়োড ৩x


                                                                                            সালফার আয়োড ৩x

Sulphur Iodatum 3x

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক টাইটুরেশন ঔষধ।

সালফার আয়োড ৩x প্রস্তুত প্রাণালী : ইউ.এস. হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

উপাদান : সালফার আয়োডাইড

সালফার আয়োড ৩x এর কার্যকারিতা : চর্মপীড়া, পাঁচড়া,  চুলকানি, মুখব্রণ ইত্যাদি চর্মরোগে সালফার আয়োড ঔষধ ব্যবহার হয়।

সাধারণত : সঠিক কোন ঔষধ কাজ করেনা সেই চর্মরোগে এই ঔষধ প্রযোজ্য যেমন – একজিমা, ফোঁড়া, সেলুনে  ক্ষুর দ্বারা দাড়ি বা চুল কাটার পর চুলকানির উদ্ভেব হলে, কর্ন, নাসিকা মুত্রনালী এবং বাহুর উপর চুলকানি হলে সালফার আয়োডাটাম অত্যান্ত কার্যকরী ঔষধ।

সালফার আয়োড ৩x এর পার্শ্বপ্রতিক্রিয়া : সঠিন মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্বপ্রক্রিয়া পরিলক্ষিত

হয়নি।

সালফার আয়োড ৩x ভেজষ মিথিস্ক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেজষ মিথিস্ক্রিয়া প্রমান নেই।

সালফার আয়োড ৩x  সেবন বিধি : শিশুরা ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট প্রতিদিন (সকাল-দুপুর- বৈকাল-রাত) অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

বিশেষ দ্রষ্টব্য : যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

সালফার আয়োড ৩x ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

উপস্থানা : এম্বার বোতলে ট্যাবলেট আকারে পরিবেশন করা হয়।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েবসাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন তা লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

সোমবার, ২৬ জুন, ২০২৩

সেলিনিয়াম ৩x

সেলিনিয়াম ৩x



                                                                          সেলিনিয়াম ৩x

Selenium 3x

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক টাইটুরেশন ঔষধ।

সেলিনিয়াম ৩x প্রস্তুত প্রাণালী : ইউ.এস. হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

উপাদান : সেলিনিয়াম ধাতু।

সেলিনিয়াম ৩x এর কার্যকারিতা :  প্রোস্টেটের প্রদাহ, মাইগ্রেন, মাথার চুল উঠা, বামচক্ষু বেদনা, স্বরভঙ্গ, ব্রণ, জ্বর বা দীর্ঘস্থায়ী কোন রোগে ভোগার পর ইহা ভালো কাজ করে, খুব বেশী যৌন সম্ভোগ বা গ্রীস্মকালে প্রখব রৌদ্রতাপে ঘুরে বেড়ানোর ফলে বেশী দৈহিক ও মানসিক দূর্বলতায় এবং ধাতুদৌর্বল্য, যৌন দূর্বলতায় বিশেষ করে ধ্বজভঙ্গ, শীঘ্র বীর্য্যঙ্খলন ইত্যাদি ক্ষেত্রে এই ঔষধটি অত্যন্ত কার্যকরী। জননেন্দ্রিয় ও মুত্রতন্ত্রের উপর ইহার অধিক ক্রিয়াশীল। এ ছাড়াও চিকিৎসকগণ মেটেরিয়া মেডিকা অনুসারে বিভিন্ন লক্ষণ ও রোগে ইহা ব্যবহার করেন।

পার্শ্বপ্রতিক্রিয়া : সেলিনিয়াম ৩x সঠিক মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্বপ্রক্রিয়া পরিলক্ষিত হয়নি।

ভেজষ মিথস্ক্রিয়া : সেলিনিয়াম ৩x সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেজষ মিথিস্ক্রিয়া প্রমান নেই।

সেলিনিয়াম ৩x  সেবন বিধি : শিশুরা ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট প্রতিদিন (সকাল-দুপুর- বৈকাল-রাত) অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

বিশেষ দ্রষ্টব্য : যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

সেলিনিয়াম ৩x  ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

উপস্থানা : এম্বার বোতলে ট্যাবলেট আকারে পরিবেশন করা হয়।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েবসাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন তা লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

টেল্যুরিয়াম ৩x

টেল্যুরিয়াম ৩x


টেল্যুরিয়াম ৩x
Tellurium 3x

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক টাইটুরেশন ঔষধ।



টেল্যুরিয়াম ৩x প্রস্তুত প্রাণালী :  ইউ.এস. হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

উপাদান : টেল্যুরিয়াম ধাতু

টেল্যুরিয়াম ৩x এর কার্যকারিতা : চক্ষু-কান-মেরুদন্ড ও চর্মরোগ, দুর্গন্ধময় স্রাব, দাদ, মাথা-কর্ণের চুলকানি,  মাথার পশ্চাতে একজিমা, মাথার খুলির চর্ম চুলকায়, স্বরভঙ্গ, লাল লাল ছোপ, সায়াটিকা, কর্ণের পশ্চাৎ দিকে একজিমা, কর্ণ প্রদাহ, চুলকানী, কর্ণেও পূঁজ জলের মত পাতলা, মাছ ধোয়া জলের মত বিশ্রী গন্ধ, স্রাব ব যেখানে লাগে সেখানেই ক্ষতের সৃষ্টি হয়। সারাশরীর ব্যথা, ত্রিকাস্থি ও কটির ব্যথা, মস্তিকের বাম দিকে এবং বাম চোখের উপরে লালটে বেদনা ইত্যাদি লক্ষলে ইহা একটি কার্যকরী ঔষধ।

টেল্যুরিয়াম ৩x এর পার্শ্বপ্রতিক্রিয়া :  সঠিন মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্বপ্রক্রিয়া পরিলক্ষিত হয়নি।

টেল্যুরিয়াম ৩x এর : সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেজষ মিথিস্ক্রিয়া প্রমান নেই।

টেল্যুরিয়াম ৩x  সেবন বিধি : শিশুরা ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট প্রতিদিন (সকাল-দুপুর- বৈকাল-রাত) অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

বিশেষ দ্রষ্টব্য : যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

টেল্যুরিয়াম ৩x  ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

উপস্থানা : এম্বার বোতলে ট্যাবলেট আকারে পরিবেশন করা হয়।

আরোগ্য হোমিও হল  এডমিন : এ ওয়েবসাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে।  বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন তা লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

টেস্টিস ৩x

টেস্টিস ৩x

                                                                      টেস্টিস ৩x 
                                                                        Testis 3x


উপাদান : টেস্টিস ৩x

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক টাইটুরেশন ঔষধ।

 টেস্টিস ৩x প্রস্তুত প্রাণালী :  ইউ.এস. হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

টেস্টিস ৩x এর কার্যকারিতা : দৈহিক পরিবর্তনের সন্ধিকালীন সমস্যা, পুরুষদের যৌন দূর্বলতা, বার্ধক্যজনিত দেহ-মনের ক্ষমতা অবনতি হলে। এছাড়াও  অন্যান্য লক্ষণে ও রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসকরা টেস্টিস ব্যবহার করেন।

পার্শ্বপ্রতিক্রিয়া : টেস্টিস ৩x সঠিক মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্বপ্রক্রিয়া পরিলক্ষিত হয়নি।

ভেজষ মিথস্ক্রিয়া : টেস্টিস ৩x সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেজষ মিথিস্ক্রিয়া প্রমান নেই।

টেস্টিস ৩x সেবন বিধি : শিশুরা ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট প্রতিদিন  (সকাল-দুপুর- বৈকাল-রাত) অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

বিশেষ দ্রষ্টব্য : যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

টেস্টিস ৩x  ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

উপস্থানা : এম্বার বোতলে ট্যাবলেট আকারে পরিবেশন করা হয়।

আরোগ্য হোমিও হল  এডমিন : এ ওয়েবসাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে।  বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন তা লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।



রবিবার, ২৫ জুন, ২০২৩

টিটানিয়াম ৩x

টিটানিয়াম ৩x

টিটানিয়াম ৩x

Titanium 3x

উপাদান : টিটানিয়াম ধাতু।

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক টাইটুরেশন ঔষধ।

প্রস্তুত প্রাণালী :  ইউ.এস. হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

কার্যকারিতা :  ব্রাইটস ডিজিজ, একজিমা, নাকের স্রাব, নাকের ঝিল্লীপ্রদাহ, টি,বি, চর্মরোগ, চোখের  অসম্পূর্ণ দৃষ্টি অর্থাৎ খাড়া ভাবে অর্ধ্বদৃষ্টি রোগ। শারীরিক ও মানসিক দূর্বলতা, দুর্বলতার করণে শিরোঘূর্নন, মুখমন্ডলের দ্রুত ক্ষয়কারী ক্ষতসমূহ, যৌন শক্তির দুর্বল এবং সেই সঙ্গে সঙ্গমকালীন অতি শীঘ্র ও অতিরিক্ত বীর্য্য ঙ্খলন হয়, হস্তমৈথুনের কুফলের কারণে ধ্বজভঙ্গ, যৌন অক্ষমতা এ সকল লক্ষণে টিটানিয়াম অব্যর্থ ফল লাভ করা যায়।

 

পার্শ্বপ্রতিক্রিয়া : টিটানিয়াম ৩x সঠিক মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্বপ্রক্রিয়া পরিলক্ষিত হয়নি।

ভেজষ মিথস্ক্রিয়া : টিটানিয়াম ৩x সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেজষ মিথিস্ক্রিয়া প্রমান নেই।

ইউরেনিয়াম নাইট টিটানিয়াম ৩x : শিশুরা ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট প্রতিদিন  (সকাল-দুপুর- বৈকাল-রাত) অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।



বিশেষ দ্রষ্টব্য : যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

টিটানিয়াম ৩x ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

আরোগ্য হোমিও হল  এডমিন : এ ওয়েবসাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে।  বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন তা লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।

ইউরেনিয়াম নাইট ৩ X

ইউরেনিয়াম নাইট ৩ X


ইউরেনিয়াম নাইট ৩ X

Uranium Nit 3X

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক টাইটুরেশন ঔষধ।

উপদান : ইউরেনিয়াম নাইট্রেট।

ইউরেনিয়াম নাইট ৩X প্রস্তুত প্রাণালী :  ইউ.এস. হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

ইউরেনিয়াম নাইট ৩X ঔষধের  কার্যকারিতা : বহুমুত্র, অনিচ্ছায় মুত্র নির্গমন, শর্করাযুক্ত মুত্র, কিডনির প্রদাহ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শোথ, বিশেষ করে অ্যালুবুমিনুরিয়া, বমি, অতিরিক্ত ক্ষুধা, , ডিওডেনাল ও গ্যাসট্রিস আলসার, তলপেট বৃদ্ধি, পৃষ্টবেদনা, অনিয়মিত ঋতু, বিলম্বে ঋতু হয়, ধ্বজভঙ্গ, স্বপ্নদোষ এবং সম্পূর্ণ যৌন অক্ষম রোগে ইহা অত্যান্ত কার্যকর। ইহা ছাড়াও হোমিওপ্যাথিক চিকিৎসকগণ মেটেরিয়া মেডিকা অনুসারে বিভিন্ন রোগে ব্যবহার করে থাকেন।

পার্শ্বপ্রতিক্রিয়া : ইউরেনিয়াম নাইট ৩X সঠিন মাত্রায় সেবনে এ পর্যন্ত কোন পার্শ্বপ্রক্রিয়া পরিলক্ষিত হয়নি।

ভেজষ মিথস্ক্রিয়া : ইউরেনিয়াম নাইট ৩X সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেজষ মিথিস্ক্রিয়া প্রমান নেই।

ইউরেনিয়াম নাইট ৩X সেবন বিধি : শিশুরা ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট প্রতিদিন  (সকাল-দুপুর- বৈকাল-রাত) অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করুণ।

বিশেষ দ্রষ্টব্য : যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

ইউরেনিয়াম নাইট ৩ X ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

উপস্থানা : এম্বার বোতলে ট্যাবলেট আকারে পরিবেশন করা হয়।

আরোগ্য হোমিও হল  এডমিন : এ ওয়েবসাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার মনুষের উপকার হবে।  বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্ররা উপকৃত হবেন। এ ওয়েব সাইটে থাকছে পুরুষ স্বাস্থ্য বা যৌনস্বাস্থ্য, গাইনি স্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, মাদার টিংচার, সিরাপ, বম্বিনেশন ঔষধ, বাইকেমিক ঔষধ, হোমিওপ্যাথিক বই, ইউনানি, হামদর্দ, হারবাল, ভেজষ, স্বাস্থ্য কথা ইত্যাদি। এই ওয়েব সাইটটি কে কোন জেলা বা দেশ থেকে দেখছেন তা লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।



শুক্রবার, ২৩ জুন, ২০২৩

থাইরয়েডিনাম ৩X

থাইরয়েডিনাম ৩X




থাইরয়েডিনাম ৩X
Thyroidinum 3X

ইহা একটি নোসোডস ঔষধ । মেষের থাইরয়েডিনাম থেকে প্রস্তুত ।

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক ঔষধ ইন্ডিয়া।

থাইরয়েডিনাম ৩X ঔষধ প্রস্তুত প্রণালী : সম্পন্ন জারমানী হোমিওপ্যাথিক ফার্মোকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

থাইরয়েডিনাম ৩X এর কার্যকারিতা : কর্মহীনতা, রক্তাল্পতা, দুর্বলতা, পেশী দুর্বলতা, মাথাব্যথা, ঘাম, মুখ ও অঙ্গ-প্রত্যঙ্গের স্নায়বিক কাঁপুনি, কাঁপুনি সংবেদন সৃষ্টি করে। কর্মহীনতার কারণে হৃদস্পন্দন, শ্রবণশক্তি কম। ত্বক শুষ্ক, হাত-পা ঠান্ডা ।

থাইরয়েডিনাম ৩X এর সাধারণ লক্ষণ :
খুব সহজে ক্লান্ত হয়, দুর্বল নাড়ি, অজ্ঞান হরাবার প্রবণতা, বুক ধড়ফড় করে, হাত-পা ঠান্ডা, নিম্ন রক্তচাপ, ঠাণ্ডা এবং ঠান্ডার প্রতি সংবেদনশীল। থাইরয়েড গ্রন্থির অপ্রতুলতা ক্ষমতা, কর্মহীনতার কারণে হতাশা।


থাইরয়েডিনাম ৩X এর গুরুত্বপূর্ণ নির্দেশিত লক্ষণ : হৃদপিণ্ডের অস্বাভাবিক দ্রুত ক্রিয়া , থাইরয়েড গ্রন্থি, গলগন্ড, মাইগ্রেন, স্তনের টিউমার, রাত্রিতে অসাড়ে মূত্রনিঃসরন প্রভৃতির উপরে কাজ করে । এছাড়ও বড় দুর্বলতা এবং ক্ষুধা, খায় তবুও মাংস হারায়। যক্ষ্মা রোগীর ক্ষেত্রে এই ঔষধটি খুবই বিপদজনক । দূর্বলতা থাকিলে এবং উচ্চ রক্তচাপ থাকিলে সতর্কতায় সহিত ব্যবহার করা উচিৎ ।

থাইরয়েডিনাম ৩X ঔষধ সেবন বিধি : ট্যাবলেটগুলি মুখে রাখুন এবং তাদের জিহ্বার নীচে দ্রবীভূত করতে দিন। প্রাপ্তবয়স্করা ও কিশোর-কিশোরীরা (১২ বছর বা তার চেয়ে বেশি বয়সী) ২টি ট্যাবলেট, প্রতিদিন সাকাল- রাত (দুইবার) অথবা রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুণ। দীর্ঘস্থায়ী সমাধানের ক্ষেত্রে প্রতিদিন এক থেকে দুই বার সেবন করতে হবে। লক্ষণগুলির উন্নতির সাথে সাথে ডোজ কম করুন। যদি ঔষধ সেবন করেও উপশম না হয় তবে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।


থাইরয়েডিনাম ৩X ঔষধের এর পার্শ্বপ্রতিক্রিয়া : অ্যালোপ্যাথি অথবা আয়ুর্বেদিক বা অন্যান্য ঔষধ থাকলেও হোমিওপ্যাথিক ট্যাবলেটগুলি সেবন করা নিরাপদ। হোমিওপ্যাথিক ওষুধগুলি অন্যান্য ওষুধের ক্রিয়ায় হস্তক্ষেপ করে না। এটি নিরাপদ এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

থাইরয়েডিনাম ৩X ঔষধের এর ঔষধের সতর্কতা : আপনি যখন ওষুধ খান তখন খাবারের ১৫ মিনিট আগে বা ১৫ মিনিটের পরে ঔষধ খাওয়া উত্তম।

বিষেশ দ্রষ্টব্য : গর্ভবতী বা বুকের দুধ বাচ্চা থাকলে ঔষধ খাওয়ার আগে হোমিওপ্যাথিক চিকিৎসককে পরামর্শে সেবন করুন। তবে যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

বাধা নিষেধ : ওষুধ খাওয়ার সময় তামাক খাওয়া বা অ্যালকোহল পান করা ঠিক নয়।

থাইরয়েডিনাম ৩X ঔষধের ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

চিকিৎসার্থে যোগাযোগ করুন-

আরোগ্য হোমিও হল

প্রতিষ্ঠাতা : মৃত : ডা: আজিজুর রহমান 

ডা: মো: হাফিজুর রহমান (পান্না)

বিএসএস, ডিএইচ এমএস (ঢাকা)

ডা: মোসা: অজিফা রহমান (ঝর্না)

 ডিএইচ এমএস (ঢাকা)

রেজি নং- ১৬৯৪২

স্থাপিত -১৯৬২

মথুর ডাঙ্গা, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী।

মোবাইল - ০১৭১৮১৬৮৯৫৪

arh091083@gmail.com 

hafizurrahman2061980@gmail.com

থাইরয়েডিনাম ৬X

থাইরয়েডিনাম ৬X



থাইরয়েডিনাম ৬X

Thyroidinum 6X

ইহা একটি নোসোডস ঔষধ । মেষের থাইরয়েড গ্লান্ড থেকে প্রস্তুত ।

ক্যাটাগিরি : হোমিওপ্যাথিক ঔষধ জারমানি।

থাইরয়েডিনাম ৬X ঔষধ প্রস্তুত প্রণালী : সম্পন্ন জারমানী হোমিওপ্যাথিক ফার্মোকোপিয়া অনুযায়ী প্রস্তুত।

থাইরয়েডিনাম ৬X ঔষধের এর কার্যকারিতা : কর্মহীনতা, রক্তাল্পতা, দুর্বলতা, পেশী দুর্বলতা, মাথাব্যথা, ঘাম, মুখ ও অঙ্গ-প্রত্যঙ্গের স্নায়বিক কাঁপুনি, কাঁপুনি সংবেদন সৃষ্টি করে। কর্মহীনতার কারণে হৃদস্পন্দন, শ্রবণশক্তিকম। ত্বক শুষ্ক, হাত-পা ঠান্ডা । খুব সহজে ক্লান্ত হয়, দুর্বল নাড়ি, অজ্ঞান হরাবার প্রবণতা, বুক ধড়ফড় করে, হাত-পা ঠান্ডা, নিম্ন রক্তচাপ, ঠাণ্ডা এবং ঠান্ডার প্রতি সংবেদনশীল। থাইরয়েড গ্রন্থির অপ্রতুলতা ক্ষমতা, কর্মহীনতার কারণে হতাশা।

থাইরয়েডিনাম ৬X ঔষধের এর গুরুত্বপূর্ণ নির্দেশিত লক্ষণ : হৃদপিণ্ডের অস্বাভাবিক দ্রুত ক্রিয়া , থাইরয়েড গ্রন্থি, গলগন্ড, মাইগ্রেন, স্তনের টিউমার, রাত্রিতে অসাড়ে মূত্রনিঃসরন প্রভৃতির উপরে কাজ করে । এছাড়ও বড় দুর্বলতা এবং ক্ষুধা, খায় তবুও মাংস হারায়। যক্ষ্মা রোগীর ক্ষেত্রে এই ঔষধটি খুবই বিপদজনক । দূর্বলতা থাকিলে এবং উচ্চ রক্তচাপ থাকিলে সতর্কতায় সহিত ব্যবহার করা উচিৎ ।

থাইরয়েডিনাম ৬X  ঔষধ সেবন বিধি : ট্যাবলেটগুলি মুখে রাখুন এবং তাদের জিহ্বার নীচে দ্রবীভূত করতে দিন। প্রাপ্তবয়স্করা ও কিশোর-কিশোরীরা (১২ বছর বা তার চেয়ে বেশি বয়সী) ২টি ট্যাবলেট, প্রতিদিন সাকাল- রাত (দুইবার) অথবা রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুণ। দীর্ঘস্থায়ী সমাধানের ক্ষেত্রে প্রতিদিন এক থেকে দুই বার সেবন করতে হবে। লক্ষণগুলির উন্নতির সাথে সাথে ডোজ কম করুন। যদি ঔষধ সেবন করেও উপশম না হয় তবে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।

থাইরয়েডিনাম ৬X ঔষধের এর পার্শ্বপ্রতিক্রিয়া :- অ্যালোপ্যাথি অথবা আয়ুর্বেদিক বা অন্যান্য ঔষধ থাকলেও হোমিওপ্যাথিক ট্যাবলেটগুলি সেবন করা নিরাপদ। হোমিওপ্যাথিক ওষুধগুলি অন্যান্য ওষুধের ক্রিয়ায় হস্তক্ষেপ করে না। এটি নিরাপদ এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

থাইরয়েডিনাম ৬X ঔষধের এর ঔষধের সতর্কতা : আপনি যখন ওষুধ খান তখন খাবারের ১৫ মিনিট আগে বা ১৫ মিনিটের পরে ঔষধ খাওয়া উত্তম।

বিষেশ দ্রষ্টব্য : গর্ভবতী বা বুকের দুধ বাচ্চা থাকলে ঔষধ খাওয়ার আগে হোমিওপ্যাথিক চিকিৎসককে পরামর্শে সেবন করুন। তবে যে কোন ঔষধ নিজে খাওয়া ঠিক নয়। এতে করে শারীরিক ও মানুষিক ক্ষতি হতে পারে। সব সময় একজন রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।

বাধা নিষেধ : ওষুধ খাওয়ার সময় তামাক খাওয়া বা অ্যালকোহল পান করা ঠিক নয়।

থাইরয়েডিনাম ৬X ঔষধের ঔষধ সংরক্ষণ : আলো-বাতাস, সুগন্ধ-দগন্ধ থেকে দুরে শীতল ও শুস্কস্থানে, শিশুদের নাগাল এর বাইরে রাখুন।

আরোগ্য হোমিও হল এডমিন : এ ওয়েব সাইটের মুল উদ্দেশ্যে হচ্ছে স্বাস্থ্য সম্পের্ক কিছু দান করা বা তুলে ধরা। সাধার