আর্সেনিক এল্ব 3X
Arsenic Alb 3X (হোমিওপ্যাথিক ঔষধ)।
উপাদান : আর্সেনিক ট্রাই-অক্রইড
কার্যকারিতা : ইহা নিত্য প্রয়োজনীয় ও সুনিশ্চিত ক্রিয়াশীল ঔষধ, এই ঔষধের ব্যবহারও অত্যন্ত ব্যাপক। রাত্রিকালীন রোগ বৃদ্ধি সহ অস্থিরতা, অল্প শ্রমে বেশী ক্লান্তি, দ্রুত জীবনী শক্তির ক্ষয়, ভীতিভাব, মূচ্ছা, শিশুর কালাজ্বর, ফলরস সেবনজনিত ক্ষতিকর ক্রিয়া, মানসিকভাবে অস্থির, কিন্ত শারীরিক ভাবে দুর্বল, অবসাদ, উদ্বেগ বিষাদ, হতাশা, অস্থিরতা, উদাসীনতা, খিটখিটে মেজাজ, রক্তস্বপ্লতা, জ্বালাকর বেদনা, দৈহিক ওজন হ্রাস, আক্রান্ত স্থানে আগুনের মত জ্বালা, খাদ্য বস্তু দেখতে বা খেতে গন্ধ লাগা, চোখে জ্বালাভাব, অতিরিক্ত পিপাসা, চোখের চারপাশে শোথ, পাকস্থলীর গোলযোগ, যকৃৎ ও প্লীহাবৃদ্ধি, শিশুর দাঁত উঠার সময় রক্ত শূন্যতা ও দুর্বলতা, অর্শ, এলবুমিন্যুরিয়া, শ্বাসক্রিয়ার কষ্ট, চর্মরোগ ইত্যাদি লক্ষনে ইহা ব্যবহার যোগ্য।
পার্শ্ব প্রতিক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ পর্য্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।
ভেজস মিথস্ক্রিয়া : সঠিক মাত্রায় সেবনে এ ঔষধের এ পর্য্যন্ত কোন ভেষজ মিথস্ত্রিয়ার প্রমান পাওয়া যায়নি।
সেবন বিধি : শিশুদের জন্য ১টি করে ট্যাবলেট এবং বয়স্কদের জন্য ২টি করে ট্যাবলেট দিনে ৩ থেকে ৪ বার অথবা রেজিষ্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।
সতর্কতা: আলো বাতাস থেকে দুরে রাখুন, শীতল- শুস্ক স্থানে, শিশুদের নাগালের বাইরে রাখুন।
উপস্থপনা : এম্বার বোতল ট্যাবলেট আকারে পরিবেশন করা হয়। আই, জি, পি হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত।
চিকিৎসার্থে যোগাযোগ করুন-
আরোগ্য হোমিও হল
প্রতিষ্ঠাতা : মৃত : ডা: আজিজুর রহমান
ডা: মো: হাফিজুর রহমান (পান্না)
বিএসএস, ডিএইচ এমএস (ঢাকা)
ডা: মোসা: অজিফা রহমান (ঝর্না)
ডিএইচ এমএস (ঢাকা)
রেজি নং- ১৬৯৪২
স্থাপিত -১৯৬২
মথুর ডাঙ্গা, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী।
মোবাইল - ০১৭১৮১৬৮৯৫৪
arh091083@gmail.com
hafizurrahman2061980@gmail.com
0 coment rios: