হৃদপিন্ডের কার্যক্ষমতা বৃদ্ধির ড্রপ
NL -2
ক্যাক্টাস গ্রান্ডিফ্লোরাস
রোগের লক্ষণ : হৃদপিন্ডের গঠনগত এবং ক্রিয়ামূলক বিকৃতি : প্রধানত হৃদপিন্ড জনিত মানসিক অসুস্থতা (Cardiac neurosis) স্নায়বিক উদ্বগ (Nervous perturbations) হৃদপিন্ডের অনিয়মিত ক্রিয়াকলাপ ও অনিয়মিত হৃদপিন্ডের (Amhythmia) দ্রুত হৃদস্পদন ( Tyachycarda) হৃদপিন্ডের সম্পীড়ন (Constricions) হৃদশূল (Angina pectors) হৃৎপিন্ডে রক্তসঞ্চালক ধবনীর মধ্যে দিয়ে অপর্যাপ্ত রক্ত প্রদাহ (Coronary insufficiencies) , দৃঢ় নাড়ীর গতি (Strong pulse), বুক ধড়ফড়, হৃদপিণ্ডের উত্তেজনা (Excitations), হৃদপিন্ডের যন্ত্রণা (Anguish) ও উৎপীড়ন, স্বয়ংক্রীয় স্নায়ুতন্ত্র (Autonomic nerboun System) এর ক্রটিজনিত রক্তনালীর অনিয়ন্ত্রিত সংকোচন ( Vegetaive dystonia) ইত্যাদি করণে ব্যাবহার করা যেতে পারে।
বিশেষ রোগ লক্ষণ : দমবন্ধ হওয়া অনুভুতি, দৃঢ় নাড়ীর গতি, বুকে ভার অনুভুতি, হৃৎশূল (Vegina pectoris) করোনারি ধমনী সংকীর্ণ হওয়ার করণে হৃদপিন্ডের পেশীতে হঠাৎ অক্সিজেনের অভাব (Stenocardia) হলে ব্যহার করা যাবে।
উপাদান : ক্যাক্টাস গ্র্যান্ডিফ্লোরস ( Cactus Grandifiorsus), Anica, Crategus, Digialis, lgnatia, Kalium phosphoricm, Lauroverasus, Spigelia, Valeriana এবং অন্যান সহায়ক উপাদান (হোমিওপ্যাথিক ঔষধ)
সেবনবিধি : রোগের তীব্রতা অনুসারে শুরুতে ১০ থেকে ১৫ ফোঁটা ঔষধ কিছু পানিতে মিশিয়ে ৩ দিনে ৩ থেকে ৬ বার। হৃদপিন্ডের তরুণ রোগ আক্রমণে ১০ থেকে ১৫ ফোঁটা ঔষধ প্রতি ১৫ মিনিট ৩০ মিনিট অন্তর উন্নতি না হওয়া পর্যন্ত।
পার্শ্বপ্রতিক্রিয়া : এই ঔষধ কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই। ঔষধ সেবন করার পর কোনরুপ পার্শ্বপ্রতিত্রিয়া দেখা দিলে আপনার চিকিসকের পরামর্শ নিন।
সাবধানতা : শিশুদের নাগালের বাইরে রাখুন। অতিরিক্ত ডোজ পরিহার করুন। শুধুমাত্র রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে সেব্য। গর্ভবস্থায় শুধুমাত্র রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে সেব্য।
চিকিৎসার্থে যোগাযোগ করুন-
আরোগ্য হোমিও হল
প্রতিষ্ঠাতা : মৃত : ডা: আজিজুর রহমান
ডা: মো: হাফিজুর রহমান (পান্না)
বিএসএস, ডিএইচ এমএস (ঢাকা)
ডা: মোসা: অজিফা রহমান (ঝর্না)
ডিএইচ এমএস (ঢাকা)
রেজি নং- ১৬৯৪২
স্থাপিত -১৯৬২
মথুর ডাঙ্গা, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী।
মোবাইল - ০১৭১৮১৬৮৯৫৪
arh091083@gmail.com
hafizurrahman2061980@gmail.com
0 coment rios: