সংবাদ শিরোনাম
লোডিং...
Menu

সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

পুরাতন সর্দি কাশি ও ফ্লু ড্রপ



 পুরাতন সর্দি কাশি ও ফ্লু ড্রপ
Arsenicum Album


রোগ লক্ষণ : পুরাতন সর্দি কাশি ফ্লু জ্বরে সঙ্গে উদ্বেগ এবং মৃত্যু ভয় থাকে, ফ্লু, জ্বর এর সাথে রোগীর শ্বাসকষ্ট থাকে।



বিশেষ রোগ লক্ষণ : সর্দিতে দমবন্ধের ভাব  ও কাশি। শ্বাসনালী সঙ্কুচিত হয়ে যাওয়া। হাঁপানী (Asthma) মধ্যরাতে বৃদ্ধি পায়। বুক জ্বালা পোড়া করে। রোগীর শ্লোম্মা নির্গমন অতি অল্প বের হয়, যদিও বের হয় ফেনাময় হয়। খড়-জ্বর (Hay Fever) , রোগীর শরীরে উচ্চ তাপমাত্রার জ্বর থাকে। তার সঙ্গে প্রচন্ড যন্ত্রণা ও অস্থিরতা, ছটপটানি থাকে।

উপাদান : Arsenicum Album : আর্সেনিকাম অ্যালবাম (Arsenicum Album) ও অন্যান্য সহায়ক উপদান। হোমিওপ্যাথিক ঔষধ।

সেবনবিধি : ১০ থেকে ১৫ ঔষধ একঢোক পানির সহিত ফোঁটা দিনে ৩ থেকে ৪ বার সেবন করতে হবে অথবা রেজিষ্টার্ড হেমিওপ্যাথিক চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সেবন করতে। অসুখ যদি তীব্র অবস্থায় থাকে তবে প্রতিদিন ৫ থেকে ১০ ফোঁটা ঔষধ কিছু একঢোক পানির সহিত  মিশিয়ে প্রতিদিন ১ থেকে ২ ঘন্টা পর পর সেবন করুন। পরাতন রোগের তীব্র অবস্থায় ৫ থেকে ১০ ঔষধ কিছু একঢোক পানির সহিত  মিশিয়ে প্রতিদিন  ৬বার সেবন করতে হবে। কিছুটা উন্নতির হলে ডোজ কমিয়ে সম্পূর্ণ আরোগ্য না হওয়া পর্যন্ত প্রতিদিন ২ বার ঔষধ সেবন করতে হবে।

পার্শ্বপ্রতিক্রিয়া : এই ঔষধে কোন পার্শ্ব  প্রতিক্রিয়া  নেই। তার পরেও যদি সেবন করার পর কোনরুপ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে হোমিওপ্যাথিক রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।

সাবধানতা : শিশুদেও নাগালের বাইওে রাখুন। অতিরিক্ত ডোজ পরহার করুন। শুধুমাত্র রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করুণ।


চিকিৎসা সার্থে যোগাযোগ করুন-


আরোগ্য হোমিও হল

প্রতিষ্ঠাতা : মৃত : ডা: আজিজুর রহমান 

ডা: মো: হাফিজুর রহমান (পান্না)

বিএসএস, ডিএইচ এমএস (ঢাকা)

ডা: মোসা: অজিফা রহমান (ঝর্না)

 ডিএইচ এমএস (ঢাকা)

রেজি নং- ১৬৯৪২

স্থাপিত -১৯৬২

মথুর ডাঙ্গা, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী।

মোবাইল - ০১৭১৮১৬৮৯৫৪

arh091083@gmail.com 

hafizurrahman2061980@gmail.com




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: